৩.
কুটিল চালে শকুনি তুমি
করেছ কুরুক্ষেত্র,
হায়েনার সাথে ভোজ উৎসবে
বধ করেছ মিত্র।


আমি ধর্ম, সত্যের বাণে
করবো তোমায় দীর্ণ,
তোমার গড়া পাশার রাজ্য
যমুনায় হবে চূর্ণ!


৪.
পৃথিবীর কিনারে হাটতে হাটতে একদিন
দেখেছিলাম তোমার শীতল চোখে,
অস্তমিত সূর্যের মত ধূসর কামনার আগুন।


বহুদিন, সে আগুনে পুড়ে
জন্ম নেয় এক লাল গ্রহ;
সেই থেকে আমি ভিনগ্রহী, মঙ্গল আমার ঠিকানা।