শূন্য ছিল মনের আকাশ, ছিলনা মেঘের দল
বৃষ্টি হয়েই ঝড়লে তুমি- বেদনার অশ্রুজল;
সাঁওতালিয়া শরাব হয়ে- ফুটলে মহুল বন
মধুকা ফুলের মর্ম রসে মাতাল হয়েছে মন!


জারুল ফুলের পাখা মেলে রঙ্গিন স্বপ্ন আঁকলে
নিশীথ রাতের কান্না তুমি হিজল হয়ে ঝড়লে;
পাখির ডানায় ছন্দ হয়ে লিখলে নতুন পদ্য
বাঁশির সুরে ভাসিয়ে নিলে মনের পাতার শব্দ;
ভ্রমর কালো চোখের যাদু- হরিণী মায়ার ছল
অতল জলে তলিয়ে গেছে- ক্ষণিকের শতদল!


সন্ধ্যা তারার আলোয় কেন জল ছবিতে ভাসলে
গোধূলির শেষ আভা তুমি- ধূসর হয়ে মুছলে;
আঁধার রথের যাত্রী কেন বাধলে মোহিনী সুর
বিষাদের নীল অগ্নি হয়ে পুড়িয়েছে বহুদূর।


হারিয়ে গেছে গানের পাখি, হারিয়েছে তার কথা
নয়ন জলে লিখা কবিতা- দিয়েছ শুধুই ব্যাথা;
দীঘির জলে লিখলে কেন, না বলা সব কাব্য
ক্ষণিক ঢেউয়ে মুছে দিল- অধরা জলপদ্ম!