যার পথ চেয়ে কেটে গেল মোর
গ্রীষ্ম-শরৎ-বসন্ত
ভরা বর্ষায় শূন্য আকাশ
ধূসর-মলিন দিগন্ত


বেলা ফুরাবার এই ক্ষণে তার
সোনা মুখ খানি একটি বার
দেখিবার স্বাধ মিটিবে কি মোর
শত বর্ষের অপেক্ষার-


হারিয়েছি তারে ভরা যৌবনে
পরিচয় ছিল রাজপথের
কথা ছিল তার ললাটে আগুন
জ্বালবে সূর্য স্বাধীনতার


নিভে গেছে দীপ উত্তাল দিনে
প্রলয় থেমেছে প্রমত্তার
প্রণয়ের রাতে মন্থিত সুখ
সমুখে অলীক অন্ধকার!