স্বাধীনতা-তুমি কোথায়?
সেই বুভুক্ষু শকুন গুলো আজও ডানা মেলেছে
এই বুঝি আরেকটা লাশ এলো!


খবরের কাগজের পাতায় পাতায় রক্ত
শুকনো জমাট বাঁধা, ঘেন্নায় গা-গুলায়,
সংকোচে পাতা ওল্টাই- দেখি মায়ের হাহাকার
বাবার নির্বাক অশ্রুধারা, স্পর্শে অনুভব করি।


লাশ ঘরে উপচে পড়া ভিড়
যেন ষোল কোটি মানুষ জানতে চায়-
রাস্তায় নর্দমায় পড়ে থাকে লাশ
তবে কি আবার যুদ্ধ শুরু হল?


তবে যে বলেছিলে-
'আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম '।
তারপর রক্ত টগবগ করে ফুটলো
জীবন দিল ত্রিশ লক্ষ, ইজ্জত দিল কত সহস্র,
তারপর এনে দিলে-সূর্য, তপ্ত পিপাসার্ত!


রক্তের পিপাসা তার আজও মেটেনি তাই-
সত্যের বেদীতে বলি চলছেই,
মুক্তির সৈনিকেরা হয়েছে তার পুরোহিত
গ্রেনেড, কালাশনিকভে সেজে খুজছে-
আরও নতুন প্রাণ।


হে কান্ডারি-
তবে কি মিথ্যা তোমার প্রতিশ্রুতি?
যদি না হয়, বাজাও তোমার দামামা
আরও একবার শুনাও সেই গান
আরও একবার জেগে উঠুক-লক্ষ কোটি প্রান।