শেষ কবে দেখেছ এমন নিরবতা!
নির্জন প্রকৃতিতে সীমাহীন শূন্যতা,
মেঘ নেই - রোদ নেই - কুয়াশা নেই
শুধুই তারাহীন নির্জন আকাশ।


আমার পৃথিবী এমনি ধুধুময়-
তপ্ত লো হাওয়ায় জেগে উঠা মরুঝড়
নিঃশেষিত হয় সীমাহীন নিঃসঙ্গতায়;
প্রান্তর জুড়ে ধূসর ধুলোর কবর।


মৃত্যুর মাঝেই কি জীবনের পরিণতি?
সুদীর্ঘ পথের শেষে, অবশেষে
অনন্ত আলোর ধারা-
উদ্ভাসিত অতীতের আভায়;


চির চেনা সেই প্রকৃতি- ভীষণ নির্জন
চেনা মানুষের ভীড়ে - ভীষণ একাকী,
তীব্র আলোর দ্যুতিতে অন্ধ মানুষ
ছোটে চলা দিশাহীন পথে- অবিরাম!


এরই মাঝে জীবনের উত্থান-পতন
প্রেম-বিরহের, স্বার্থ আর ত্যাগের,
বেঁচে থাকা নিরন্তর অভিলাষ
হাজার স্বপ্নের বুননে- সময়ের স্রোতে।


সময়- অবশেষে থেমে যায়
অন্ধকারে শুষে নেয় অতীত,
চেনা পৃথিবী বদলে দেয় নিমিষ;
ভবিষ্যতে পুনরুত্থান নতুন মানুষের!