আকাশটাকে ছোট্ট করে
দিলাম একে পটে,
মেঘ গুলোকে ঢেউয়ের উপর
আছড়ে দিলাম তটে।


খানিকটা নীল মেখে দিলাম
তুলির টানে জলে,
কাজল রংয়ের একটু ফোটায়
নৌকো ভেসে চলে।


একটু দূরে তমাল ডালে
শান্ত নদীর বাঁকে,
বসাই যদি হলদে পাখি
দেখায় কেমন তাকে?


বড্ড বেশী এলোমেলো
দিলাম মেঘের ছুটি,
শালুক ফুলে দিলাম একে
ঘাস ফড়িংয়ের জুটি।


চুপটি করে কখন যেন
সাজলো সাঝের আলো,
আবির রাঙ্গা সূর্যটাকে
দেখায় কেমন বলো?


রং-তুলিতে এমনি করে
আঁকছি কত ছবি,
নিপুন হাতে বিশ্ব জগৎ
আঁকছে রংয়ের কবি।