ঝিলমিল সোনা আলোয় ভেসে ভেসে
গোধূলির রাঙা মেঘে পাল সেজে,
মন চায় অজানায় চলে যেতে।


দূরে ঐ, রাখালেরা আবছায়া হয়ে
বুঁনো হাঁস পাখা মেলে ফিরবে ঘরে,
বধু সব চলে কলসি কাঁখে লয়ে।


চলে মাঝি ফিরবে সাঁঝের আগে
নীল আকাশ আবির রঙা সাজে,
ডুবে যায় আঁধারের কালো জলে।


আধো-আলো সন্ধ্যা যখন আসে
নীড় হারা পাখিরা ভালবেসে,
নিয়ে যায় দূরে, বহুদূরে -