বলছি শোন সহজ কথা
বলতে মানা সত্য সদা,
বিপথ গেলে ঘাড়টা ভেঙে
সোজা পথেই আসবে দাদা।


দিন দুনিয়া সমঝে চল
চোখটি বুজে থাকাই ভাল,
নইলে ফেঁসে ঘুঘুর ফাঁদে
দিনের আলোয় দেখবে কালো।


জ্ঞানের কথা শুনতে মধু
উচিৎ কাজের ফলটি কটু,
দুষ্ট লোকের এই জমানায়
বুদ্ধিতে হও একটু পটু।


সাধুর বেশে চলছে যারা
কলের প্যাঁচে পড়ছে তারা,
তাল হারিয়ে হাঁটছে যে জন
পিছলে পড়ে হচ্ছে সারা।


মুখের লাগাম জোরসে টান
নীতির মূলে কুড়োল মার,
কলির যুগে বাঁচতে হলে
সত্য যুগের পথটি ছাড়।