আমার মা'কে দেখতে যদি
দেখতে পেতে তোমার মা'কে,
কেমন করে তখন তুমি
করতে বিভেদ আমার সাথে?
থাকতেম আমি অভিমানে
মায়ের কোলে মাথা রেখে,
তুমি পাশে ভাবতে তখন
দোষ হয়েছে সুতা কেটে।
তখন যদি অমন করে
দিতে তুমি লাটাই ভেঙে
আমি সোজা মায়ের কাছে
দিতেম নালিশ তোমার নামে।
তুমি ভয়ে পালিয়ে সাঁঝে
ভাবতে বসে নদীর ধারে,
দিতেম কষে আচ্ছা করে
ধরতে পেলে পাজিটারে!
এমন সময় আদর করে
ডাকতেন মা তোমায় ঘরে,
তুমি তখন আমার পাশে
বসতে এসে চুপটি করে।
বলতেন মা হাত বুলিয়ে,
আমার দুটি সোনার ছেলে,
তখন নতুন খেলায় মেতে
যেতাম মোরা বিভেদ ভুলে!
তোমার মা'তে, আমার মা'তে
সমান স্নেহ সব মায়েতে,
দেখলে স'বে আপন করে-
এক হয়ে যায় সবাই মিলে।