"" বেরিয়ে পরেছিলাম সবকিছু ছেড়ে,, তোমাকেও ভুলে,
নিজেকে হারিয়ে বিবর্ন মলিন
সারাটা পথজুড়ে অসীম শূন্যতা, ঘুরে তাকানোর নুন্যতম সাহসটুকুও আমার হলো না,,
এই ধরো যদি সত্যিই দেখতে পায় শূন্যতা পথ আগলে দাঁড়িয়ে আছে দরোজায় তোমার মতো, কিভাবে ফিরবো তবে?
কথা দেওয়া সাতটা যুগ আমি কোথায় পাবো?
ধরো প্রতিদিন নিয়ম করে ফোন দেওয়ার ছলে
শূন্যতায় স্বপ্ন দেখাই দুচোখ ভরে,
আমাকে মূহুর্তে অভিমানী করে লুটে নেয় আমার সর্বস্ব
বাঁচিব কি করে তবে এমন করে,,
তুমি হীনা এতো আশা কোথায় পাবো?
মাঝদুপুরের জানলায় দাঁড়িয়ে হয়তো তুমি দেখছো আকাশ
বাতাসের তাড়া খেয়ে আমি অসহায় বিব্রত উড়ছি ঘুড়ি,
যেন খেলা শেষে দুষ্টু কিশোর কেটে দিয়েছে সুতো
এখন ছিঁড়ে ফুঁড়ে ছেঁড়া কাগজের মতো উড়ছি রাস্তায়।
এখনো দাঁড়িয়ে ভাবছো উঠোনে,
হঠাৎ শুকনো পাতাটা ঝরে পড়লো ডাল থেকে!!
হয়তো এর আগে গাছটাকে কখনো চোখে পরেনি তোমার ;
আজ তার ডাল থেকে ঝরে পরছে মৃত প্রজাপতির ডানার মতো ময়লা বিষন্ন মুমূর্ষু ঝরাপাতা।।