" বহু জন্ম ধরে আমি হেঁঠে চলেছি
এই ধরনীতে,
হয়তো কেউ দেখেনি
বুঝতে পারেনি,
মিশে ছিলাম সবুজ ঘাসের চাদরে
বারংবার ফিরে এসেছি বিষন্ন কাকতাডুয়ার বেশে
বেলা শেষে ঝড়ে পড়েছি রক্তাক্ত জবা'র মত
কেউ কি জেনেছে সেই পালাবদল?
বনের সবুজ আর শিশিরের মেলায়,
ঘাম ঝড়ানো কিষানের মন ভোলানো গানে,
ঝাঁঝালো বারুদের গন্ধে আমি বর্তমান।
কেউ তা দেখেনি,
প্রেয়সীর সুখ ছোঁয়ায়,
বিস্তীর্ন বেদনার আমি অংশীদার।
খুঁজে দেখো,
প্রতিটা ইট পাথরের খাঁজে পাওয়া যেতে পারে
বিস্মৃতির অশ্রুধারা।
কেউ তা বোঝেনি
অনুভব করেনি
জন্মের পরেও আরেক জন্ম
মোহময় পূনঃজন্ম ।। """