"" কেউ কেউ চোখ বন্ধ করেই গুচ্ছ গুচ্ছ
রজনীগন্ধার ফুটে উঠা দেখতে পায়,
ওদের দুচোখে ঝরনার জলধারার মত রিনিঝিনি কাঁপন
ধরিয়ে দেয়,
গোলাপ পাপড়ির মত, টুকরো মেঘের মত স্বপ্নরা
উড়ে বেড়ায়,
বিরল সুখের আড়ালে দাঁড়িয়ে ফোঁটা ফোঁটা বৃষ্টির
ঝড়ে পরা দেখে।
আর আমি চোখ বন্ধ করলেই দেখি
একটা নড়বড়ে সাঁকো,
দাঁড়িয়ে দাঁড়িয়ে এর ঝড়ে যাওয়া দেখি,
ধীরে ধীরে খসে পড়া পলাস্তার, ইট সিমেন্টের
ভেঙ্গে যাওয়া বাঁধন আমাকে বিমর্ষ করে তোলে,
আবর্জনা স্তুপের মত সাজানো সমাজটাকে দেখি
প্রায় প্রত্যেকে এসব দেখে আর ভাবে,
কিন্তু কোন পার্থক্য খুঁজে পায় না,
নাকি, অনেক রকম মানুষের ভীড়ে সম্ভবত আমি
কোন মানুষ নই, ,
মানুষ হলে নিশ্চয় এদের মতো সুড়সূড়ি পেতাম,,,
ইচ্ছে না হলেও জোড়ে সোড়ে হাসতাম,
মৌলবাদির গলায় ধর্মের মালা হয়ে শোভা পেতাম,
প্রতিক্রয়াশীলদের মত চেঁচিয়ে পাড়া মাথায় তুলতাম,
সুশীল বুদ্ধিজীবিদের মত,বেশ্যার পদ লেহনে
উন্নয়নের জোয়ারের নামে মানসিক অবনতির পায়ে
শেকল পড়িয়ে দিতাম,
রাজনীতিবিদ হয়ে দিনরাত শুরাঅমৃতসুধা পানে মত্ত
হতাম,,,
বড়ই পরিতাপের বিষয়,
আমি এর কোনটাই না,,,'
কারন আমি খোলা চোখেই অনেক কিছুই দেখতে
পায় না,
হয়তোবা দেখতে চাই না ।। ""