"" সুনীল দেয়ালটাকে বলি,
আমি আকাশ বলি না,,
বিকেলের লাল সূর্যকে মনে হয়
ঝলসানো কোন সুন্দরী গোলাপের
বিষন্ন অন্তিম শয্যা,
নদীর পাড়ের ঐ একলা একা বাড়ি,
কেউ জানে না....
এর নেই কোন পার্থিব ঠিকানা,,
শুধু অজানা কোন লুকানো ইতিহাস
রয়ে যায় বাড়িটার।
না! ব্যস্ত দিনতো আমার নয়,
খাঁ খাঁ করা রোদেলা দুপরের মত
অস্থির, নির্বাক প্রতিটা দিন কাটে,
হঠাৎ কখনো দেখি
রুপালি জোছনা রাতে বসে চাঁদের বুড়িটা, তরু ছায়াতলে,
করছে সেলাই যুগ যুগান্ত,
বুঝি না কেন এই প্রতিক্ষা তার,
নাকি জীবনের প্রয়োজনে.........,, """