"" মহান আকাশকে একটা কবিতার জন্য প্রার্থনা করেছি কতকাল,
প্রতিটা মেঘপুঞ্জকে কাতর প্রার্থনা করেছি
মেঘ কন্যা আমার কথা রাখেনি,
একটা পংক্তির জন্য কতটা নির্ঘুম রাত্রি কেটেছি,
নিজেকে ভেঙ্গে ভেঙ্গে ক্লান্ত হয়েছি
সুবিশাল হিমালয় আমার দুঃখ বুঝলো না..।
তারা আমাকে বচ্ঞিত করেছে....
বিদ্রপ করেছে সারাটা সময়,,  
রোদেলা দুপর - ঝড়ো হাওয়ার নির্জনতায় নিজেকে সঁপে দিলাম ইচ্ছেমত কিন্তু তারাও
আমাকে একটা কবিতা দিতে পারলো না,
আমি রিক্ত নিস্বঃ হয়েছি
তবুওতো আমি শ্লথ পায়ে এগিয়েছি
অনিয়ন্ত্রিত বেখিয়ালি.....
আমি সাগরের কাছে যায় শুদ্ধ হতে,
কষ্ট কিছু কমবে ভেবে,
সাগরের প্রেমে, প্রেমের সাগরে ডুবলাম বলে,
অথচ অথৈ সাগরে কোথাও শব্দ বোঝাই একটা তরী পেলাম না।
কানের কাছে বাজছে কেবল নষ্ট হও, নষ্ট হও
নষ্ট প্রেমের কষ্ট নিয়ে,
কষ্টগুলো আঁকড়ে ধরে আর কটা দিন বাঁচো,
হয়তো পেয়েও যেতে পারো এক আকাশ সুর,
অথবা কাব্যিক একটা  জাহাজ,......
এখন সূদুড় প্রতীক্ষা..........