"""আমার কিছু সময় আমি বেচে দিছি অসময়ের হাতে,
তবু একটুখানি মরতে চাই দিনে কিংবা রাতে,
আমি স্বপ্ন বেচি, স্বপ্ন কিনি, স্বপ্ন করি পার,
স্বপ্ন ঘিরে বসত আমার, আজব স্বপ্নেরই সংসার
আমি বেঁচে থাকি  রিমঝিম বৃষ্টির শিল্পিত কাঁপুনিতে,
কাশফুলদের বনে আনমনে ওই দখিনা হাওয়ার সাথে।
এই সব ছেলেখেলা, রাজনীতি, ভালবাসা দুষ্টু মিষ্টি খেলা,
অনেকেই বোঝেনি
ভালবেসেছি কত, ভাসিয়েছি এখানেই কত জীবন নামের ভেলা,
কতবার জন্মেছি, মরেছি কত শত,
জানতে চাইবে না কেউ, দরকার কার, ঠেকা নেই আর কারো,
বলিনি কাউকে, বলবো না বলে করেছি অঙ্গীকার,
যা কিছু কপালে থাক, না হয় ঝরনার জলে জুড়াবো মনের জ্বালা।
সকরুন কোন এক ভর বর্ষার দোদুল্যমান  কচুপাতার একফোঁটা রুপালী জলের জন্য,
অথবা একবিন্দু শিশিরের জন্য হলেও মরতে রাজি অাছি,
বসন্তের একঝাঁক কোকিলের সাথে আমি ভালবেসে বাঁধি সুর,
কেউ হয়তো জানবে না... আমি কেবল তুফান পেলেই বাঁচি,
অনন্ত কাল যে পথে আমি হেঁঠেছি ক্লান্তি হীন.
রোদ ঝলমলে শ্যামলা মেঘলা কোন দিনে   ,,,,,
যে ভাবনার পাখা মেলে কেটেছে আমার সারাটা  সকাল অথবা  নিরব নিথর এমন সারাটি দিন রাত্রি,
জানা হবে না কারো আমি কে!  কে আমার,
কেহ জানবে না কখনো কোনদিন
উড়বে ঘুড়িটি কেবল আকাশে সঙ্গী বিহীন
জানবে সবাই ঠিকানা তাহার অজ্ঞাত আজীবন....""!""