""" এখানে তোমার জন্য কিছু নেই,
কিছু নেই শ্যাওলা ধরা কালো জল ছাড়া,
যেমন কল্পনায়
অনেক কিছুই পাওনা ছিলো অথবা দেনা শুধাবে বলে ভেবেছিলে
অথচ দেখ আমার কাছে দেওয়ার মতো কিছু নেই রিক্ত নিস্বঃ
দোটানায় মন, ভাবি করবো না ঋনী আর কক্ষনো আমাকে।
আমার বিশ্বাসী মন হয়তো অনেক হিমালয় তুমি অবলীলায় পেরিয়ে যাবে,
আকন্ট অমৃতসুধা পানে মত্ত হতে চাইবে
আমার কাছে এত অমৃত কই,
যা ছিল সব করেছি দান যথেষ্ট অবজ্ঞায়, অথবা ছুঁড়ে ফেলেছি প্রানখুলে,
তাই বসন্ত এসেছে অবেলায়,
আমের ডালে কোকিলটা কেবলই থেমে থেমে ডাকে...... """