"" আমি নিজেই এক যাযাবর
ঠিকানা নেই, পথে পথে থাকি,
পথেই আমার ব্যস্ত জীবন
কুঁড়োয় পাথর নুড়ি,
এতসব ছন্দ, রাগ অনুরাগ অথবা ছন্দপতন
রক্তাভ শেকল, শেকল ভাঙ্গার গান,
যত আনবিক সুড়সুড়ি
আমার তাতে কি আসে যায়।
আমার তাতে কি আসে যায়
পাহাড় ঠেলে সাগর যদি ইচ্ছে মত বয়,
নদীর জলের শ্যাওলা কি আর মনের কথা কয়
জানি না হায়,
  তবে কি আমি খাঁখাঁ করা রোদ্দুর, আমি ভবঘুরে ঝড়,
জানিস যদি কারো বাড়া ভাতে পড়েও ছাই
আমার তাতে কি আসে যায়।
কালো মেঘের বাড়াবাড়ি তে কি সুর্য ভোলা যায়
সবুজ কিনে রঙ্গিন করার মন্ত্রটা খুব সহজেই মুছে,
অদ্ভুদ! কেউ কারো জানে না,
একএকটা বুক কত সয়ে যায় নীরবে ঝুম শ্রাবনের বরিষনে,
নাকি অর্ন্তদহনে।
বলো এতোসবে আমার তাতে কি আসে যায়।।"'''