"" অপেক্ষা বড় রহস্যময় ভয়ানক,
তবুও আমি এমন অনেক বিনিদ্র রজনী থেকেছি অপেক্ষায়।
হয়তো কেউ কেউ ভেবেছিল ফাগুনের দিন শেষ হলে,
একরাশ আগুন আমায় করবে সমর্পণ,,
আমি কি এখনো তার জন্য অপেক্ষা করছি না?
অপেক্ষা করেছি একটি আলোকউজ্বল ভোরের জন্য,
যদিও জানতাম দিন বাড়ার সাথে সাথে জ্বলবো,
পুড়বো মানসিক বাগানে,
তবুও একটা রঙ্গিন সূর্যের জন্য
আমি সকরুন কঠিন তপস্যারত।
প্রিয় কোন বন্ধুর বিষন্ন একটা দিনের জন্য,
একটু অবহেলার জন্য কিংবা  অধিকার বচ্ঞিত হওয়া
একটা দিনের জন্য মাঝে মাঝে মূর্তির মত ঠাঁই দাঁড়িয়ে থেকেছি,
কোন অযাচিত প্রেমিকার বিদ্রোহী ভালবাসার জন্য,
অসময়ে  একটু করুণাধারার জন্য আমারতো জন্মান্তরের  মত অপেক্ষা।
মাঝে মাঝে এসব ভেবে ভেবে  সুখি হয়,
এই যেমনটা এখন আমার সুখময় সুসময়ের অপেক্ষা।
এমন হয়তো  অনেক দিন কেউ আসলো না, হয়তো কিছুটা পোড়াবে বলে ভাবছিল ,
অথবা নিছক ছেলে খেলা ভেবে আমাকে ভুলিয়েছিল,
তাতে কি! আমি তো তখনও ছিলাম...
ঠিক পথ ভুলে নয় অনেকটা ইচ্ছে করেই অন্ধকারে লুকিয়েছিলাম,
এখনও জস্র স্বপ্নঘোর গান নিয়ে দাঁড়িয়ে আছি আমি যে মৃত্যুর মত সদাসত্য অপেক্ষা।।"""