"""মাঝে এমন বিষন্ন কিছু সময় বারবারই ফিরে আসে,
ইচ্ছে করে দূর আকাশের মেঘ হয়ে ঝরে ঝরে পরি।
বসন্তরাত ফিরে যায় দরজায় কড়া নেড়ে,
কতকাল ধরে যে পথে চেয়ে ছিলাম অপ্রত্যাশিত কোন আগন্তুকের জন্য,
তারপর শুধু শুধু নিরন্তর পথচলা কারন ছাড়া।
যে পথে ঠিকানা তার, কথা ছিলো যেখানে,
সাধের পথিক ভুল পথে, নিত্য নতুন মধ্যস্থতায় সুখ বেচে,
আমি সুখ চায় হে পথিক,
যদি দাও কিছু সুখ আমার বিস্মৃত সময়ের দামে
ভয় নেই!!  এরপর একলা হেঁঠে যাব অজানার দিকে....."""