""" রোদ জ্বল জ্বলে দিনে, সীমাহীন অনিকেত প্রান্তরে
নিজেই নিজের সাথে খেলি জীবনের হারজিত জুয়াবাজি..
কোথ্থাও কেউ নেউ আশেপাশে, সমূহ জোছনা কিবা বিজনে,
বসে আছি, জেগে আছি কত রাত এই মানসিক কারাগারে,
চুপচাপ সন্ধ্যায়, নিশুতি রাতে অথবা ব্যস্ত রঙ্গিন সকালটা
এতো কিছু নেই মানে, সব বয়ে যায়, যদি না পায় বোকা মনটা।
জলটলো মল সাগরে, সবুজ পাহাড়ে
সব খুঁজে খুঁজে হয়রান।
পাবো কি পাবো না, জানিতো জানিনা, মনের গহীনে বিষম ক্লেশ একেলা জাগিয়া রয়।
কারে যে শুধাই, কারো বা বুঝাই, এহেন মনের বেদন
আসিবে কি মম, সুখ পাখি মোর, ভিড়িবে কি মোর ঘাঠে,
উড়িবে কি প্রজাপতি হায়! মোর আঙ্গিনায়?
--