"""অজস্র শব্দগুচ্ছ দিনের পর দিন বুকের ভেতর আগুন জ্বেলে যাচ্ছে,
পুরোনো শব্দগুলো বিঁষফোড়ার মত লুকিয়ে থাকে সযতনে
কিংবা বাষ্পায়িত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পরছে চারপাশে।
যারা এতোদিন প্রবাহিত হয়েছে আমার শিরা উপশিরায়,
আমার দেখা গ্রহ উপগ্রহগুলোকে নক্ষত্রের মত,
অথবা ভরা পূর্ণিমারাতের স্নিগ্ধতার মত উদ্ভাসিত করেছে আমার হৃদয়।
এখন মগজে নতুন শব্দ মিছিল, শব্দ শব্দ খেলা।
মনে হবে বহুদিন পর মাঝনদীতে জেগে উঠেছে শতাব্দির স্বর্নালি কোন চর।
যেখানে প্রতিটা ঢেউ শব্দবন্যা হয়ে বইবে বিস্তির্ণ দিগন্তজুড়ে।
তাদের আমি অগ্রাহ্য করতে পারি না,
ভরা যৌবনে উন্মূত্ত যুবতির মতো যারা  ছিঁড়ে ফুঁড়ে খাচ্ছে  সারাটা সত্তা, হৃদয়, হৃদয়ের চারপাশ এমনকি আমি, আমাকেও """