"" এ জীবনে ব্যস্ততার কথোপকথন তো আছেই
আর অপ্রয়োজনীয় কিছু অযুহাত
আছে শত কষ্টের বেড়াজাল,
তবুও খুব একলা হলে আশাহত কিছু অমৃতবানী শুনি সময়ে অসময়ে।
কখনো বিজন রাতে, চারিপাশ শূন্য মনে হলে নিজেকে সঁপে দিই মুঠোফোন কিংবা তারবাহী কোন যন্ত্রে,
হারিয়ে খুঁজি নিজেকে ভালোলাগা - মন্দলাগা স্মৃতির অনুবর্তিত পৃষ্টায়।
হয়তো নিজেকে চিনি নতুন করে কোন উর্বশীর মাতাল চুম্বনে,
আর ভেসে চলি তরঙ্গহীন মায়াময় কোন সমুদ্রপৃষ্টে
অথবা বুকপকেটে জীবনকে ভাঁজ করে নিয়ে হেঁঠে বেড়ায় নাতিশীতোষ্ণ অঞ্চল ধরে অববাহিকার পথে
শুধু কি তাই!!
আমি জানি আমার সারাটা পথজুড়ে, আমার এ কাব্যের পেছনে,
দিগন্তের মতো কথামালার পৃষ্টেও
কারো কারো অনুভূতি ভীষন সন্দিহান
নতুবা ক্ষনে ক্ষনে আমাকে খুঁজে পাওয়ার বিমর্ষতা,
তখন শুধু মনে হতে থাকবে
আমার অস্থিত্ব! অামার স্বত্ত্বা
হয়তোবা আমি আমাকেই চিনি না।।