""" তোমাকে জানবো কি, তোমাকে ঘিরেই তুমি
ব্যাখাতীত অথচ আমি বর্ননায় অক্ষম
ভাবনায় শূন্যতা কতকাল তাই পড়তে পারিনি তোমার চিবুক,
যদিও তোমাকে পড়ার মতো বিদ্বান আমি নয়
তোমার তুলনা তুমি নিজেই, অতুলানীয়া
তোমাকে মর্মোদ্ধার করা আমার সাজে না আমি নিজেই পরে আছি কতকাল সমুদ্র গব্বরে..  
এখানে তোমার অভিমান, আবেগ  সেসবের বোঝা না বোঝার তো প্রশ্নই আসে না।
জানি না তোমাকে কাব্যে  কিভাবে বাঁধি, একগুচ্ছ চুলের বানানের জন্য কতরাত নির্ঘুম সময় হারিয়েছি
অথচ দেখ তোমার নুন্যতম অংশ অনুবাদ করার মতো যোগ্যতা নাই
তোমাকে লেখার মতো কোন বর্ণমালায় আমি এখনো শিখে উঠতে পারানি।
তুমিতো জানোই কোন সুপ্রাচীন স্থান এমনকি  দর্শনীয় স্থানের মতো সেরকম তুলনা দেব,
কিন্তুু কিকরে তা আমার মাথায় আসে না
রহস্যময়তা সব বাদ দিয়ে তোমার সহজ সরল স্বীকারোক্তির মানেই ঠিক মতো আজো বুঝে উঠতে পারিনি!!
এখনো গড়িনি নিজের মতো তোমার আঙ্গুলগুলো
কারন আমি সেরকম গড়তে পারিনা!!
তেমন অভিজ্ঞতা নাই যেমন কাউকে গড়াতে গেলে হয়
কিংবা ধরো তোমার কন্টস্বর শব্দগুলো কিংবা শব্দের শব্দার্থ উদ্ধার আমার ভাবনার বাইরে
সত্যিই সেবিদ্যা আয়ত্তে নাই যেকরেই হোক তোমার ভাবনায় ঢুুকে পরি,
মায়াজাল বুঝবো কি করে, তোমার হাসির রহস্য এখনো ভাবিইনি
শুরেতেই তো নিষ্পাপ গাঢ় অন্ধকার এখনো হয়নি শেখা চোখের ভাষা
তোমার ব্যাখায় তুমি যেমন চাতকের কথা না রাখার আশা-নিরাশা।। """