মুগ্ধ্তার পরিভাষায় আকর্ষন শরীর ছুয়ে যায়,
সৌন্দয্যের আদলে উষ্ণ নিঃশ্বাস গলায় ঘাড়ে মুক্তি পায় ;
অনুভূতির দরজায় মৃত বাস্তব, হৃদয়হীনা মেশিন
শিল্পীর কাছে অনুভূতিই ঈশ্বর, বাকীসব ক্ষীণ ।।


ঘরে ফিরেও জামায় তোমার গন্ধ, শিহরন জাগায়,
ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো আজও রাতের বালিশ ভেজায় ।
বন্ধুত্বটা কেন ভালোবাসা বোঝে না?
লিপস্টিকের দাগটা কেন আর হৃদয়ে কামড় বসায় না?


শববাহী গাড়িটায় আজ শুতে চাই,
আকাশ আর পাতালের এই দূরত্বটা ভাঙতে চাই ;


হৃদয় আর বিছানা হবে কী কখনও এক?
শববাহী গাড়ীতেই নাহয় রাখবো একটু হেরোইন বা স্ম্যাক ।।