অনুকরন!অনুকরন!অনুকরন!
হয়েছে বাঙালীর নিজস্ব ঐতিহ্যসংস্কৃতির মরণ ।
নিজস্বত্বাকে বিসর্জন দিয়েই করছি আমরা অনুকরন ;
না বুঝেই করে চলেছি বিদেশী সংস্কৃতিকে বরন ।
ব্রিটিশ যুগ থেকেই অনুকরনে ব্যস্ত আমরা,
পথভ্রষ্ট জাতির আজও অনুকরনীয় সেই সাদা চামড়া ।।


কিন্তু, ভাবতে বিস্ময় হয়,
এই বাংলার বুকেই জন্ম কত বীর সন্তানের ;
সেই পুন্যভূমিই আজ সাক্ষী কত হীন অপমানের ।
বাঙালীর ঐতিহ্যপূর্ন ভান্ডার আজ হয়েছে নিঃশেষ
নির্লজ্জ জাতি সম্পর্কে আর লেখার কিছু বিশেষ ।।


তোমরা আবার ভেবোনা কখনও
আমি নিজেই নিজের নিন্দা করছি,
আসলে বিষের জালায় আমরা নিজেরাই পুড়ে মরছি ।


কিন্তু, বাঙালী রক্তে আগুন নেভেনি এখনও
নিজস্বতাকে রক্ষার চেষ্টা কী আমরা করবোনা কখনও?