'বোল আন্টি আউ কিয়া
চকলেটওয়ালা লাউ কিয়া
নাইটমে লাগাউ কিয়া...'

কফিনে আবারও হয়তো পুড়ছে কিশোর মান্নার হিয়া ...


মোমবাতি মিছিলটার কি খুব দরকার?
হোকনা ধর্ষন,এ তো নয় নারীত্বের হার।
সময় পরিবর্তিত,আজ আর কেউ আশা লতা শোনেনা ভাই;
হয়তো সময়ের মিথ্যে প্রবচনে সংস্কৃতিটাকে নষ্ট করছি আমরাই ।


জানতে ইচ্ছে করে,
কোথায় আজ তোমাদের নারীবাদ আর নারীবাদীরা?
সত্য থেকে কলি, হয়নি পরিবর্তন তোমরাই হয়েছ 'মা' ।
দিল্লী থেকে পার্ক স্ট্রিট দোষ কী শুধু এগুলোই?
আজ শিল্পের এই 'স্লো পয়জনে' কই নেই তো কারো হইচই...
আইনের কালো কাপড় চোখে পড়ে আমরাই তৈরী করছি ধর্ষক
বিনষ্ট সংগীতের আতুড়ঘড়, নিয়ে এসেছ পপ,মেটাল, রক ।
নতুনত্বের বরণটা ভাল, উদারতাও
কিন্ত দয়া করে শিল্পের নামে এ 'অশ্লীল ছান্দিক সুর'গুলো মুছে দাও ...


আচ্ছা এদেশেই কী জন্মেছিলেন,
রফি কিশোররুপী সংগীত জগতের অশ্বথ বট...?


সট্‌......... সট্‌......... সট্‌......


(কাউকে আঘাত বা অপমান করার উদ্দেশ্য একদমই নয় । এক সংগীত শিল্পীর একটি গানে নিজের মতামত প্রকাশ )