কিছুটা সময় আর বদলে যাওয়া কাব্য
বেদনার অভিশাপে, আজ নরকে নামব;
জীবন মৃত্যুর ঊদ্ধে যে প্রেম,
তোমায় কী করে ভোলাব?


নিরবাক প্রেম আর বঞ্ছিত অধিকার
হে ঈশবর, সৃষ্টির অধিকার কার?
শিল্পীর তুলিতে প্রেম তুমি
আর আজ প্রেমের তুলিতে মৃত আমি ।।


ভগ্নপ্রায় হৃদয়ে তুমি এনেছিলে বন্যা
প্রথম প্রেম তুমি, তুমি অনন্যা ।
মনের হৃদয়ে, তুমি আজও রাজকন্যা;
ভুলবনা গো তোমায়, তুমি যে অনন্যা ।।