শিক্ষা,
কোথায় শিক্ষা?
নেমে চলেছে স্তরটা...


সমাজব্যবস্থার কলুষিত বিষে
প্রথাগত শিক্ষার মানটা দিয়েছে পিষে,
'ভালো ফল না করলে চাকুরি পাবিনা
দেখিস,বুঝবি কেউ কিন্তু মেয়ে দেবেনা...'
জ্ঞানদেবীর বীণার সুন্দর ধ্বনি,
হারিয়েছে আজ জ্ঞানের অমূল্য মণি।।


জ্ঞানের প্রসারে আজ লেগেছে গ্রহন,
অবক্ষয়িত সমাজে জ্ঞানীর হয়েছে মরন।
জিজ্ঞাসার অবলুপ্তিতে এসে দাঁড়িয়েছে যুবসমাজ,
অর্থের চাহিদাই করছে মনে মনে রাজ।
পিতামাতার জেদেও সন্তানের প্রচুর অর্থ হবে,
চাইনা জ্ঞান, প্রতিযোগিতায় সে প্রথম হবে।।


তাই এ আমার অনুরোধ,
দয়া করো, বন্ধ করো এ প্রথা;
করছি হাতজোড়, জ্ঞানের মরন হবে অযথা...