আলোর দিশারী                     সত্যের পূজারী
             মানবতার প্রতীক ছিলে তুমি । ।
নতজানু হয়ে                           অবনত মস্তকে
          পরমশ্রদ্ধায় তোমার পদযুগল চুমি । ।
এসেছিলে হায়                           এ কি কোথায়
               বুঝলোনা যারা তোমার মর্ম । ।
কিন্তু তবুও                                নিঃস্বার্থ ভাবে
             করে গেলে তুমি তোমার কর্ম । ।
অঙানতার অন্ধকার              ঘুচিয়েছ কতবার  
বিশ্বধর্ম মহাসভায় হিন্দু ধর্মের প্রতিষ্টাতা ছিলে তুমি
সার্ধ শতবর্ষে                          তোমাকে স্মরি
    তোমার প্রদর্শিত পথে চলুক এ ভারতভূমি। ।