পড়ালেখা আমায় দিয়ে আর হবে না মোটে,
স্যার ম্যাডামের বকা-ঝকা রোজ কপালে জোটে।
সামনে ধরে বসে থাকি পাঠ্যমালার বই,
মাথায় পড়ার প ঢোকে না কার কাছে তা কই।


বাবার পায়ের শব্দ শুনে বইটা নিয়ে বসি,
ফোনটা রেখে কলম দিয়ে অংকগুলো কষি।
বাবা এসে যায় যে দেখে লক্ষ্মী ছেলের মত,
পড়ছে তারই সোনার ছেলে সদাই অবিরত।


বাবা মাকে ফাঁকি দিয়ে মাসের পরে মাস,
বন্ধু নিয়ে ঘুরে টাকার করছি সর্বনাশ।
দিনের পরে দিন করেছি এমনি করে পার,
ফেল করেছি পরীক্ষাতে নেইতো ক্ষমা যার।


আমার মত ভুল করো না বইকে করে পর।
নয়ত পরে কাদতে হবে সারা জীবন ভর।
এখন আমার বন্ধুরা সব বড় অফিসার,
আমি বসে সবজি বেচি চৌরাস্তার পার।