ঘরের ভিতর যুদ্ধ চলে
     সকাল বিকাল সাঝে
     দুঃখ মনের মাঝে,
     কথায় কথায় দেয় যে খোটা
     আমার সকল কাজে।


     চাই গো যদি পড়তে, বলে
     ঢুকছে মাথায় পোক
     বলে পাড়ার লোক,
     আমার পিছে লেগে থাকে
     যেমন লাগে জোক।


     বাবা আমার গরীব বলে
     না এনেছি টাকা
     মনটা সবার ফাঁকা,
     আমার প্রতি নজরটা তাই
     বরাবরই বাঁকা।


     স্বামী আমার কর্ম করে
     যেই না আসে ঘর
     লাঠি দিয়ে ভর,
     শাশুড়ি মা নালিশ করে
     দাঁড়িয়ে ঘাড়ের পর।


     গরম মাথায় ছাড়তে থাকে
     আমার গায়ের ছাল
     যেমনি পড়ে তাল,
     পরের কথায় স্বামীর ব্যথা
     সইবো কতকাল।


     লেখা পড়া বাদ দিওনা
     বলতে শুধু চাই
     বিকল্প আর নাই,
     নয়ত খাবে আমার মত
     গরম ভাতে ছাই।