ছোট্ট-খাটো বিষয় নিয়ে রোজ আমাদের বাঁধে,
পরিশেষে সব অপবাদ নেই যে তুলে কাঁধে।
একটুখানি কথা বলে যেই হয়ে যাই চুপ,
সারাদিনে কত্তো বলে দেখায় রাগী রূপ।


কর্মতে রোজ যাই গো যখন তখন টিভির ঘরে,
ফিরি যখন নেইতো খেয়াল আসলো কিনা বরে।
স্বামী সেবার নেই যে বালাই নানান সিরিয়ালে,
মেয়ে লোকের যাচ্ছে মাথা বে-খেয়ালের তালে।


বউয়ের দেওয়া কষ্টটুকু হৃদয় মাঝে ক্ষত,
দাবানলের মত পোড়ায় আমায় অবিরত।
সারাদিনেও নেয় নারে ভাই একটুখানি খোঁজ,
এমনি করে দুঃখে কেটে যাচ্ছে এখন রোজ।


শোবার সময় মশারিটা টানাও যদি বলি,
চোখ পাকিয়ে বলে, তবে পাশের ঘরে চলি।
রাতের বেলাও ঘুরে ঘুমায় পাইনা যে তার টাচ্,
মনটা ভাঙে টুকরো করে যেমনি ভাঙে কাচ।


ঝগড়াঝাটির আসল কথা খুলেই তবে কই,
একটা কথা বলেই ক'দিন চুপটি করে রই।
যেই বলেছি দুইশ টাকা ছাড়লো তেলের দাম,
ভুলেও মুখে আর এনো না ভোজ্য তেলের নাম।


ক'দিন হলো তেল কিনি না রাঁধছে দিয়ে জল,
মুখে শুধু বকর বকর করছে অনর্গল।
কেউ বোঝে না এই গরিবের দিন কেমনি কাটে,
হাজার রকম কষ্টে কেমন হৃদয়খানি ফাটে।


সবজি থেকে শুরু করে গরম বাজারটায়,
চললে এমন গরিব লোকের বাঁচাই হবে দায়।
তেলগুলো সব মজুদ রেখে বাড়াও তেলের দাম,
কষ্ট দিয়ে ঝরাও কেবল আমজনতার ঘাম।
.....................
ফরিদপুর
১১/০৫/২০২২