দেশ-মাটি আর মা বাঁচাতে জন্ম নিলেন যিনি,
টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা সবাই তাঁকে চিনি।
গরীব দুখি দেখলে পরে মনটা যে-তাঁর ছোটে,
মানবতার বিবেক জেগে হৃদয় মাঝে ওঠে।


অন্তরে তাঁর স্নেহধারা আকাশসম মন,
কষ্টে আছে দেখলে কারো ব্যকুল সারাক্ষণ।
বাঁধা নিষেধ মানত না যে বাড়িয়ে দিত হাত,
ছুটে যেতেম আপন মনে সকাল কিবা রাত।


উদার বুকে এগিয়ে দিত আপন মাথার ছাতা,
ভাবতো না যে ভিজল কিনা নিজের আপন মাথা।
যে ছেলেটি মনে প্রাণে ভাবত পরের দুখ,
পরের তরে বিলিয়ে দিত তাঁরই সকল সুখ।


দু'চোখে তাঁর ভাসত শুধু গরিব দুখি চাষি,
মাঠখানিতে ফলবে কেবল সোনা রাশি রাশি।
এই মাটিতে জন্ম আমার গর্ব করে চলি,
তোমার জন্য আজকে যে তাই বাংলা কথা বলি।