বাড়ির পাশে বরই তলায় রোজই করি খেয়াল,
রাতের বেলায় হুক্কা ডাকে মস্ত বড়ো শেয়াল।
বুকটা দুরু দুরু
উঠল কাঁপা শুরু
একটা শেয়াল ডাকার পরে অন্যেরাও ডাকে,
এত ডাকা ডাকলে চোখে ঘুমপরি কি থাকে?


পাকা বরই খেতে শেয়াল গাছ তলাতে আসে,
বোঝা গেল বরই ওরা অনেক ভালোবাসে।
শেয়ালেরই দল
গাছতলাতে ঢল
খানিক পরে ডাকাডাকি বন্ধ হওয়ার পর,
তবেই আমার ঘুম পরিরা করবে চোখে ভর।


সারাদিনের ক্লান্ত শরীর চোখের পাতায় ঘুম,
এমন সময় শেয়াল ডাকার উঠল বুঝি ধুম।
গা খানি খুব জ্বলে
নিয়ম মত চলে
ঘুম ভাঙলো হঠাৎ করে ঘণ্টা খানেক পর,
একাই আমি দৌড়ে গেলাম ছোট্ট ছেলের ঘর।


গিয়ে দেখি ছেলে আমার নিজের ঘরে নেই,
চিন্তা মনে খুঁজতে হলো একা আমাকেই।
হারিকেনের আলো
জ্বলছে বেশ ভালো
খুঁজতে গিয়ে গেলাম চলে বরই গাছের তল,
গিয়ে দেখি খাচ্ছে বরই পাড়ার ছেলের দল।


এতক্ষণে বুঝল আমার অবুঝ মনোপাখি,
শেয়াল কেন ডাকত রোজই বন্ধ হলে আঁখি।
জানলে মোড়ল কাল
ছাড়বে পিঠের ছাল
মোড়ল মশাই খুবই রাগি করবে তোদের খুন,
নয়ত পিঠের ছাল উঠিয়ে ঢালবে সেথায় নুন।