বয়স আমার যতই বাড়ুক
             নদীর স্রোতের মতো,
         বার্ধক্য এসে রাখুক
              কষ্টে অবিরতো।
          তবুও আমি এতটুকু কষ্ট পাবো না,
    কারণ, আমি কোনদিনও বুড়ো হবো না।


       চুলগুলো সব যাক যে পড়ে
               হোক না পেকে সাদা,
         নাতিরা সব পিঠে উঠে
             যতোই বানাক গাধা।
           গাধা হবো তবু আমি লজ্জা পাবো না,
  কারণ, আমি কোনদিনও বুড়ো হবো না।


       দাঁতগুলো সব যাক পড়ে যাক
                 কিবা আসে যায়,
          মাছ,মাংশ খেতে যদি
                পড়ি সমস্যায়।
           কষ্ট করে খাবো তবু,কষ্ট পাবো না
    কারণ, আমি কোনদিনও বুড়ো হবো না।


       হাঁটতে গেলে কোমর ব্যথায়
                 পড়ি যদি নুয়ে,
         চলতে আমার হয়গো যদি
                 লাঠিটা ভর দিয়ে।
           কষ্ট করে চলবো তবু,দুঃখ পাবো না,
   কারণ, আমি কোনদিনও বুড়ো হবো না।


       নিজে বুড়ি বলে আমায়
               যতোই বলুক বুড়ো,
         হেসে হেসে করবো আদায়
              ভালোবাসা পুরো।
         যতোই বুড়ো বলুক আমি লজ্জা পাবো না,
   কারণ,আমি বুড়ির কথায় বুড়ো হবো না।