সারাদিনে বকর বকর করে আমার মায়,
বইটা নিয়ে বসেই থাকি এটাই শুধু চায়।
ভোরের সময় রোজই উনি শব্দ করে ডাকে,
নয়ত থালায় লাঠি চালায় বলব ব্যথা কাকে।


শব্দ শুনে চোখের পাতায় ঘুম পরি না রয়,
আমার ব্যথায় ভুক্তভোগী বুঝবে সে নিশ্চয়।
ইন্জিনিয়ার হবো আমি ইচ্ছে মায়ের মনে,
গর্ব করে বলে বেড়ায় ডেকে জনে জনে।


বাবার মনের ইচ্ছেটাকে দেয় না কোন দাম,
ডাক্তার হলে দেশ বিদেশে ছড়িয়ে যাবে নাম।
একা আমি দুইজনের এই স্বপ্ন পূরন খেলা,
ভেবে ভেবে যাচ্ছে কেটে আমার সকল বেলা।


কোচিং গুলোয় ঢালছে টাকা যেমনি ঢালে জল,
তাদের মনের কূল কিনারায় পাচ্ছি না যে তল।
ভাবছে না কেউ আমার মনে কি বাসনা আছে,
ইচ্ছে আমার দুঃখ মুছে যাবো দুখির কাছে।