হরিদাস ভালো নাম ডাক নাম হরে,
ছোটকালে মা বাবা গিয়েছিল মরে।
সেই থেকে দেখাশোনা করে ছোট মাসি,
যা জোটে তাই খায় পঁচা কিবা বাসি।


ভাগ্নের মুখ চেয়ে বাদ দিলো বিয়ে,
লোকজনে  কানাকানি করে তাকে নিয়ে।
ঠোঙা বেঁধে দোকানেতে বেচে রোজ মাসি,
কষ্টতে থাকে তবু মুখে থাকে হাসি।


বড় হয়ে ভাগ্নেটা হবে অফিসার,
কষ্টের দিনগুলো থাকবে না আর।
এইভাবে স্বপ্বের দিন হয় পার,
স্বপ্নতে বাঁধা দেবে সাধ্যটা কার?


কষ্টতে কাটে দিন বুক নাহি ফাটে,
স্বপ্নের সুখ চেয়ে রাতদিন কাটে।
এইভাবে কেটে গেল মাস থেকে মাস,
ভাগ্নেটা দিয়ে দিলো বড় বড় পাস।


কষ্টের দিনগুলো শেষ হলো তার,
ফিরে এলো একদিন হয়ে ডাক্তার,
স্বপ্নের সাথে যদি চেষ্টাটা রয়,
দুঃখের  দিন পার হবে নিশ্চয়।