ভোজ্য তেলের দাম বেড়েছে তাই আনি না তেল,
গিন্নি যে তাই রোজই রাতে দেখায় এমন খেল।
কয় না কথা দেয় না খেতে দুখের বোঝা ঘাড়ে,
প্রেম যে এখন সোনার হরিণ শুধুই বকা ঝাড়ে।


রাতের বেলায় ঘুমায় যখন মাঝে তাঁরের কাটা,
ডাকলে পরে দেখায় হাতে মস্তোবড় ঝাটা।
সারাদিনই রেগে থাকে যেমনি রাগে লাট,
রাতের ব্যথা বোঝে আমার চার পায়ার-ই খাট।


কেউ জানে না আছি কেমন ছেড়ে আপনজন,
কাঁচের মত কেমন করে টুকরো করে মন।
পাশের মানুষ পাশে থেকেও আজকে অনেক দূর,
যেমনি থাকে প্রাণের মানুষ দূরের অচিন পুর।


ঘুরে ঘুমায় আমার নাকি দেখবে না আর মুখ,
আমার কারণ উঠেই গেছে উনার নাকি সুখ।
কি করে যে বোঝাই আমি স্বল্প আয়ের লোক,
থাকতে যে তাই নেই যে তোমার বড়োলোকি ঝোক।


যা হয়েছে ঢের হয়েছে লক্ষ্মী সোনা শোনো,
দুখের সময় যাবেই কেটে তার-ই সময় গোনো।
হাস-মুরগী করবে  পালন দুঃখ যাবে দূরে,
দু'জন মিলে করলে যে কাজ কপাল যাবে ঘুরে।।