তোমরা আমায় দাও যে এনে নাইলোনের-ই দড়ি,
দোকান থেকে হাজার খানেক আনো ঘোমের বড়ি।
নয়ত আমায় বিষ এনে দাও বোতল ধরে খাই,
তাও গো যদি মনের কোণে শান্তিটুকু পাই।


মৃত্যু মিছিল চলছে সারা বিশ্ব জুড়ে আজ,
থমকে গেছে জীবন তাদের বন্ধ সকল কাজ!
স্বপ্নটাকে থামিয়ে দিলো করোনা মহামারি,
কান পাতলে যায় গো শোনা বুকের আহাজারি।


খুব ছোঁয়াচে রোগ যে এটা সর্বলোকে জানে,
বাংলাদেশের মানুষগুলোর যায় না কথা কানে।
শোনাতে গেলে শোনে তারা বামকানটা দিয়ে,
ডানকানটায় বের করে দেয় একটু সরে গিয়ে।


বাঙ্গালি জাতি বীরের জাতি নেই মৃত্যুর ভয়,
জীবন দেবে তবু তারা ঘরে থাকার নয়।
জনে জনে আপন মনে বাইরে সারাদিন,
ঘাড়ের উপর নৃত্য করে মস্ত বড় জীন।


উদমো ষাঁড়ের মত ঘোরা বন্ধ করো আজ,
নয়তো তোমার কপাল জুড়ে পড়বে দুখের ভাজ।
হে বিধাতা বীর বাঙ্গালির জাগ্রত হোক বোধ,
সচেতনতা-ই করতে পারে করোনা প্রতিরোধ।