করোনা তুই করুণা করে দেশটা এবার ছাড়,
নয়ত টেনে ছিড়বো আমি একা তোরই ঘাড়।
বিশ্বটাকে হাতে পুরে নাচলি তাধিন ধা,
মাথা নিচু করে এবার দেশটা ছেড়ে যা।


তোরই ভয়ে ঘর ধরেছে সব মানুষের দল,
বুঝতে পেলাম তোর যে গায়ে আছে ভীষণ বল।
তোর কারণে বর ছেড়েছে তারই আপন ঘর,
কেউবা আবার মরার ভয়ে ছাড়ল আপন বর।


একবছরে খুব দেখালি তুই যে শক্তিমান,
খুব সহজেই নিতে পারিস মানবজাতির জান।
দাপিয়ে খেলা খেললি একাই বিশ্বজগৎময়,
দেখিয়ে গেলি এ জগতে তোর মত কেউ নয়।


রেহাই দেরে বিশ্ববাসীর এবার তবে যা,
নইলে খাবি লাঠির বাড়ি ভাঙবে তাতে পা।
দোহাই লাগে ক্ষান্ত হয়ে পারিস যদি পালা,
শান্তিতে থাক একটু সবাই, বাড়াসনে আর জ্বালা।