বাঁধা নেই কোন তুমি যত পারো বলো,
অপরের কথামত যেথা খুশি চলো।
পাগল বলবে লোকে যদি বেশি কও,
হাত পা বেঁধে বলে পাবনাতে লও।


ভালো কথা বলো যদি শোনে পেতে কান,
বেঁচে রবে জনমনে বেড়ে যায় মান।
কারো মুখে কথা ফোঁটে যেন ফোঁটে খই,
নীতিকথা শুনে কারো চুপ করে রই।


কারো মুখে কথা যেন মাইকের সুর,
শোনা যাবে অনায়াসে থাক যদি দূর।
কারো মুখে কথা যেন একেবারে কোম,
কথা কোন আসবে না ফাঁটালেও বোম।


মিঠে কথা যে নেতা বেশি বেশি কয়,
জনতার মন মাঝে গেঁথে তিনি রয়।
কেউ যদি আহ্লাদে বলে কথা ফাউ,
অপমানে অবশেষে কাঁদে হাউমাউ।


কথা দেয় যদি কেউ হাতে রেখে হাত,
বিনা তারে বাঁধা রবে মন নির্ঘাত।
কথা আর আচরণ মিঠে হোক সবে,
তবেই তো সকলের মনো মাঝে রবে।