যেকথা শুনিয়া ফিরিয়া আসিনু সেদিন তোমার ঘর,
চেষ্টা করেও থাকিতে পারিনি দুই পায়ে দিয়ে ভর।
অনেক কেঁদেছি হাত-পা ধরেছি মিনতি রাখোনি মোর,
থাকিতে চেয়েছি থাকিতে পারিনি শতবার করে জোর।


জানিতে চেয়েছি কোন অপেরাধে ছাড়িবে আমার হাত,
কাঁদিতে হইবে শূন্যে তোমার সারাদিন, সারারাত।
কেউ কি আসিয়া খোঁজটা রাখিবে কেমন কাটিছে দিন,
হৃদয়ের মাঝে কোন সে বেদনা বাজিছে মরণ বীণ।


ভালোবেসে আমি থাকতে চেয়েছি তোমার চরণ তলে,
প্রিয়তমা নয়, বিষকাঁটা করে রাখিও তোমার গলে।
ভালো না বাসিও প্রিয়তম মোর ঘৃনাটুকু রেখো মনে,
ভালোবাসো মোরে, মিথ্যে জানিবে, না হয় সকল জনে।


আমি তো জানিব সত্যটা শুধু তোমার হৃদয়ে কেউ,
সারা দিনমান সুখের সাগরে কেবলি জাগিছে ঢেউ।
এতদিন হল একসাথে থাকা এত যে মধুর ক্ষণ,
এত প্রেম আজ ভুলিবে কেমনে আমার অবুঝ মন।


তোমার দেখানো স্বপ্নেরা ছিল আমার দু’চোখে বাস
বাপের বাড়ি ও ছাড়িয়া থেকেছি মাসের পরেতে মাস।
আজকে যখন নতুনেরে পেয়ে আমারে করিলে পর,
হয়ত কপাল পুড়িবে তার-ও যাহারে আনিলে ঘর।
২৬/১০/২০২২
ফরিদপুর