শুনুন বলি সুধীজন
    যাচাই করে দিও মন
                 নয়তো তুমি ভাসবে অথৈ জলে,
    প্রেমটা এত সহজ নয়
    সাধনা করে পেতে হয়
                 কেবল দুটি মনের মিলন হলে।
    ভালোবাসা এমনি হয়
    মধুর চেয়েও মধুময়
                যদি তা পায় যে পরিনতি,
     দুটি মনের মিলন ঘটে
     যদিও তাতে বদনাম জোটে
                  তবুও তাদের হয় যে কোন গতি।
     আর যদি এর হয় বিপরীত
     প্রেম হয়ে যায় সবই অতীত
                 ভিলেন এসে দেখায় ভিন্ন পথ,
      তাঁর কথাটা সবই সঠিক
      আর সকলেই হয় যে বেঠিক
                  জীবনটা হয় মরিচীকার রথ।  
      তখন দুটি  মেয়ে ও ছেলে
      ছ্যাকা নামক ট্যাবলেট গেলে
                  বিচ্ছেদের ই মনে শুধু ভয়,
      পরিবারের সবাই মিলে
      বোঝায় তারে কত ছলে
                  বলে ওরা মানুষ ভালো নয়।
     রোগির যদি অসু্খ করে
     ডাক্তার ভুল ঔষুধ ধরে
                 সারবে কি আর অসুখেরই মূল,
      ভালো যদি বাস সবে
      ভালো করে নিও ভেবে
                তবেই তোমার প্রেমটা পাবে কূল।