বাজারটা আনে স্বামী রোজ দুই হাতেতে,
খুশিমনে রেঁধে দিই আমি তাঁর পাতেতে।
বায়নাটা করি তাই এটা ওটা আনবে,
তবেই তো ভালো ভালো হাত দুটো রানবে।


সবজির দাম শুনে লাভ কোন নাইরে,
খেতে হলে ব্যাগ ভরে আনা তাই চাইরে।
রোজ স্বামী সকালেতে হাটাহাটি করে বেশ,
ফিরবার কালে উনি বাজারটা করে শেষ।


তাই কভু কোনদিন বাজারের খোঁজ টায়,
হাতাহাতি করিনি তো সংসারে রোজ টায়।
পরিবার পেটেভাতে খাবে রোজ তিনবার,
চাল,ডাল, সবজিটা যায় উনি কিনবার।


স্বামীর হঠাৎ জ্বর আসলো যে গায়েতে,
গা ব্যথা,হাত ব্যথা  আরো ব্যথা পায়েতে।
তাই আমি নিজে ছুটে যাই চলে বাজারে,
গিয়ে দেখি শেষমেশ এ কেমন সাজারে!


সবজির দাম শুনে প্রেসারটা হাইতে,
এত দাম দিয়ে কেনে চাইতে না চাইতে।
আমি বাপু পারবো না ফিরে যাই বাড়িতে,
খিচুড়ির সাথে ডিম রাঁধি গিয়ে হাঁড়িতে।