মুখে শুধু পটোর-পটোর  কতোই কথা বলো,
  সামনে থেকে সরে গিয়ে উল্টো পথে চলো।
  নীতিকথা সুযোগ পেলে ঝাড়ো অনর্গল,
  দেখাও শুধু চোখের কোণে জমে থাকা জল।


  পাঁচ জনে একসাথে হয়ে করো হাজার ছল,
  যুক্তি করে দেখাও তোমার টাকার কতো বল।
  কে যে বেশি করবে ক্ষতি সেই ভরসায় রয়,
  দুখী জনের জীবন করো বড়ই বিষাদময়।


  পায়ের নিচে দিচ্ছো পিষে স্বপ্ন আছে যতো,
  জীবনটাকে জিম্মি করে  রাখছো অবিরতো।
  প্রাণটা যখন বিপদ মুখে তবুও কেনো আজ,
  ব্যবসাটাকে করতে বড়ো সাজছো ধান্দাবাজ।


  এই বিপদেই হারাতে পারো তোমার  প্রাণ,
  লাভের কথা ছেড়ে দিয়ে হও যে বিবেকবান।
  তুমিও মানুষ তোমারও আছে বিবেক বোধের মন,
  খারাপ মনের চিন্তা ছেড়ে হওগো সচেতন।।