অবহেলায় দিন কাটিয়ে করলে সময় পার,
এখন সময় নেইতো যখন দোষাও তবে কার?
বোঝার সময় নাওনি তুমি একটা কথাও কানে,
স্কুলের ঐ বেঞ্চ,দেয়ালে সেই কথাটা জানে।


অসময়ে বীজ বপনে হয় না ফসল তা,
সিদ্ধ ডিমে তা দিলেও ফুটবে না-তো ছা।
এখন বসে যতোই কাঁদো লাভ হবে না তাতে,
সময় গেলে সময় ফিরে আর আসে না হাতে।


যখন ছিল পড়ার সময় করছো তখন হেলা,
বন্ধু নিয়ে মোবাইলে রোজ কেটেছে বেলা।
মিথ্যে বলে বাবা-মাকে রাখছো তুমি ছলে,
কষ্টে জমা অর্থ নিয়ে সব ঢেলেছো জলে।


সময়টুকুর দাম দিয়েছে বন্ধু ছিল যারা,
লক্ষ্য পূরণ ঠিক হয়েছে আজকে সুখি তারা।
সঙ্গ দোষে লোহা ভাসে বলে গুরুজনে,
মন্দ-ভালো বিচার করো তুমি নিজের মনে।


তবে কেন আজকে তুমি কাঁদছ বসে ঘর,
সময় যখন তোমার থেকে অনেক বেশি পর।
কেউ বোঝেনা তোমার মত থাকতে গায়ের বল,
সময় গেলে আর আসে না ফেললে চোখের জল।