এ পথ তোমারো জেনো তুমি,মিছে কেনো করো ভয়
এ দেশ - নগর - গ্রাম কভু , কারো একার তো নয় |
তোমারো যে আছে অধিকার নিজের মত বাঁচার
কেন তবে বৃথা মাথা তব নোয়াও তুমি বারংবার |


করেছ কি প্রশ্ন তুমি কভু ? বিবেকের দরবারে
এত লাঞ্ছনা গঞ্জনা কেন বইবে তুমি নত শিরে ?
কেন তুমি দেখিবে সতত দুষ্টের রক্ত চক্ষু ?
সৃষ্টির চাকা ঘোরানো জন রইবে কেন ভিক্ষু ?


অনেক হয়েছে তোষামোদ ভাঙুক এবার ঘুম
রাতের গর্ভে হারানো সূর্য ঝরাক ভোরে সে ধূম |
বজ্রের কাছ থেকে নিয়ে নাও তুমিও নাহয় দীক্ষা
রুদ্রের তরে করো তপস্যা , চাও মহামন্ত্রের ভিক্ষা |


আর নয়কো এ দুখ ভোগ , ন্যায্য অধিকার চাও
সহজে যদি না হয় তবে ক্ষিপ্ত চোখ তুমি দেখাও |
মুছে ফেলো বঞ্চিত ভাগ্যের নির্মম সে অভিশাপ
ফল্গুধারায় ভেসে যাক না , কালের সঞ্চিত পাপ |


তোমার তরে মঙ্গল দীপ দেখো জ্বালে সন্ধ্যা তারা
পিছু ফিরে চেয়োনাকো আর ছোটাও অশ্বমেধ ঘোড়া |
তব ভালে বিজয় তিলক আঁকিবে নব গোধূলি
বিবর্ণ নীড়ে প্রহর গোনে বাহারি সব রঙ্গোলি |