এই তুমি কি সেই তুমি ?
পেয়েছিলাম যার চোখে
আমায় খুঁজে , হৃত আমি ।
আকাশ পাড়ে মেঘ ফুড়ে
এনে ছিল যে রোদ্দুর ;
পেরোলাম যে হাত ধরে
অশান্ত সব সমুদ্দুর ।


এই তুমি কি সেই তুমি ?
ধূসর হৃদে ফেরালো যে
প্রাণ পাখিরে ; পিছু ফেলে
সে গহীন অরণ্য-ভূমি ।
দগ্ধ দেহের দহন দ্বারে
সাজালো স্বপন সোহাগ ভরে ।



এই তুমি কি সেই তুমি ?
কেন তোমায় অচেনা লাগে ?
কোথায় বলো রাখিলে তারে ,
ভরালে প্রাণ কেন অভিযোগে ?
আজকে কেন ঝরে পড়ে
সাজিয়ে রাখা সুখ গুলো ,
নীরব  হৃদে  দেখি  চেয়ে
বজ্রপাতের শেষ আলো !


এই তুমি কি সেই….তুমি ?
নাকি , হারিয়েছি তারে আমি !