বর্ণহীন পুষ্প মালা করেছি পরিধান |
তোমাদের ইচ্ছে মত রং দিও তাতে |
সকল রং মেখে না হয় রামধনু হয়ে ফুটবো !
রং পাগলা এ ভূখণ্ডের এক কোণেতে দাঁড়িয়ে
আমি থাকবো | তোমাদের ইচ্ছে মতই না হয়
ঝাণ্ডা দিও হাতে !
শৈশবে গিরগিটি দেখলেই ডাইন ভেবে থুতকুড়ি         দিতাম বুকেতে , পাছে রক্ত চুষে না খায় !
আজ নিজেই সাজলাম বহুরূপী দেখ !
অবশ্য এটাই এখন ফ্যাশন |
কখনো বায়ে তো আবার কখনো ডানে
লক্ষ স্থির তবে , স্বার্থই প্রধান !
রঙের স্রোতে না ভাসলে যে কিছুই মেলেনা আজ |
উপরন্তু সইতে হয় অজস্র অজস্র ক্ষতি !
কি দরকার তার ?
কত রাঘব বোয়াল ছাড়ল যে তার ঘর ,
সেখানে আমি তো , অতিশয় সাধারণ এক নর |