পেরিয়ে এসেছি বহু পথ
মাড়িয়ে সবুজ সব ঘাস ,
শুনতে চায়নি তবু তার
জাগে কত ব্যথা বারোমাস !


উড়িয়েছি ঘুড়ি কতবার
লাটাইটি রেখে হাতে মোর ;
ভাবিনি কখনো কথা তার ,
শুধু শুধু বাতাসের সাথে 
খাটিয়েছি কতশত জোর !


কেটেছি কত না নির্বাক 
গাছেদের জীবন্ত ডাল ।
কখনো চেষ্টা করিনি তো
দেখতে তাদের আঁখি জল !


নীড় হীন পাখিরা সকলে
করে খুব জোরে চিৎকার ।
ভাঙেনি তো ঘুম তবু কারো ,
দেয়নি তো কেউ ধিক্কার !


মাথার উপর দাঁড়িয়ে ঐ
সব দ্যাখা আকাশটি , তবু
মেঘ ডেকে আনেনি তো কভু !
ওউ কি নিঠুর সবার মতই ?